নিজস্ব সংবাদদাতা, কলকাতা : আজ ১৭ আগস্ট, কলকাতার সল্ট লেকের একটি অভিজাত হোটেলে কোয়েমবাটুরের বিখ্যাত স্তন ক্যান্সার ও প্লাস্টিক সার্জারীর হাসপাতাল গঙ্গা’র শাখা পথ চলা শুরু করলো কলকাতায়। কোয়েমবাটুরের গঙ্গা হাসপাতাল স্তন ক্যান্সার ও প্লাস্টিক সার্জারীর ক্ষেত্রে সারা দেশে বিখ্যাত। বহু সাফল্যের ঝুলি তাঁদের ঝোলায় রয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গা হাসপাতালের প্লাস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রাজা সভাপতি ওই হাসপাতালেরই প্লাস্টিক সার্জারী বিভাগের সিনিয়র সার্জেন ডাঃ হরি ভেঙ্কটরামাম, ডাঃ রাজা সানমুগাকৃষ্ণম সহ বিশিষ্টরা। কলকাতায় এই হাসপাতালের পথ চলা শুরু হওয়ায় আগামীতে সারা পূর্ব ভারতের ব্রেস্ট ক্যান্সারের রোগীরা বিশেষ উপকৃত হবেন একথা বলাই যায়। (নিজস্ব চিত্র)