সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে সুজিত চক্রবর্তী পরিচালিত নিপাট হাসির ছবি হুলুস্থুলু। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা খরাজ মুখার্জী, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বনাথ বসু, দেবরাজ রায়, সাগর দত্ত, অভিনেত্রী অনামিকা সাহা, পুলকিতা ঘোষ, দূর্গা সাঁতরা, মানসী সিনহা প্রমুখ। আজ কলকাতা প্রেস ক্লাবে এই সিনেমার মিউজিক ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছবির পরিচালক জানালেন সম্পূর্ণ হাসির একটি সিনেমা হুলুস্থুলু। যাঁর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ শংকর দাশগুপ্তর। সংগীত পরিচালনায় রয়েছেন ঋক-প্রদ্যুৎ। ছবিটি প্রযোজনা করেছেন অশোক কাম্বলে, শ্রেয়াস কাম্বলে ও পার্থ সারথি মজুমদার। মা ভবানী ফিল্মস নিবেদিত হুলুস্থুলু মুক্তি পেতে চলেছে পুজোর আগেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
(নিজস্ব চিত্র)