পথিক মিত্র, কলকাতাঃ ‘আয়রে ছুটে আয় –পুজোর গন্ধ এসেছে…’ গানটি শুনলেই মনটা কেমন আনচান করে ওঠে আমাদের সকলেরই। আর এই মূহুর্তে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে শ্রাবণের ঘনঘটার অভাবে কিন্তু আগাম শারদোত্সবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দনুজদলনীর মর্তে আগমনকে স্বাগত জানতে প্রস্তুত হচ্ছে বাঙালী এই শ্রাবণেই। যার অন্যতম প্রধান অঙ্গ আধুনিক কালের খুঁটিপূজো। আর এই মূহুর্তে এই খুঁটিপূজো দিয়েই বঙ্গবশী শুভসূচনায় মগ্ন আগামী শারদোত্সবের। বঙ্গ জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্সব দুর্গোত্সব। আপামর বাঙালী সকল ধর্মান্ধতা সরিয়ে মেতে ওঠেন যে উত্সবে। পাড়ায়, মহল্লায়, আবাসনে সকল স্থানেই বাঙালী মেতে ওঠে অশুভ বিনাশকারিণী দেবী দুর্গার আরাধনায়। বর্তমান কালে দেবী দুর্গার আরাধনার প্রথম ধাপ খুঁটিপূজো।
সম্প্রতি একটি অনাড়ম্বর অথচ ভাবগম্ভীর পরিবেশে আন্তরিকতার সঙ্গে বৃষ্টিভেজা-রৌদ্রজ্জল সকালে খুঁটিপূজো অনুষ্ঠিত করলো দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন তাঁদের ৩৪ বর্ষের দুর্গোত্সবের যোধপুর পার্ক চিলড্রেন পার্ক প্রাঙ্গণে।
উপস্থিত ছিলেন এই পুজোর অন্যতম প্রধান উপদেষ্টা কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ রতন দে, যোধপুর পার্ক কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ অভিজিত্ ব্যানার্জী, এই পুজোর বর্তমান বছরের পরিকল্পনা ও রুপায়নের অন্যতম কারিগর সৌম্যজ্যোতি সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। (নিজস্ব চিত্র)