সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ লঘু, সুক্ষ ও মাঝারী উদ্যোগ এর পক্ষ থেকে আগামী শারদীয়ায় সেরা শিল্পোদ্যোগীদের বেছে নিতে এম.এস.এম.ই. ডি-আই, কলকাতা আয়োজন করেছে 4U শারদ সম্মানের। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজত এক সাংবাদিক সম্মেলনে এম.এস.এম.ই. ডি-আই, কলকাতা’র ডিরেক্টর অজয় বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দেশের অর্থনৈতিকও উন্নয়নে এম.এস.এম.ই সংস্থাগুলির গুরুত্ব ও তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননার আয়োজন। প্রধানত, চারটি বিভাগ থেকে বেছে নেওয়া হবে সেরাদের। বিভাগগুলি হলো-উপহার সামগ্রী, নকশাদার পোশাক, গহনা ও পরিবেশ বান্ধব ব্যাগ। প্রতিটিই বিভাগের সেরা দশ জন প্রতিযোগী’র হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হবে বলে এদিন অজয় বাবু জানান। (নিজস্ব চিত্র)