সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ হাড়ের রোগে আমরা সকলেই কম বেশি ভুগেই থাকি। আর এই উদ্দেশ্যেই ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আগামী ১ অগাষ্ট থেকে ৭ অগাষ্ট সপ্তাহব্যাপী পালন করতে চলেছে অস্থিসন্ধি সপ্তাহ। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অস্থি সংক্রান্ত রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পশ্চিমবঙ্গ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এর সভাপতি ডাঃ নিলয় কান্তি দাস ও সম্পাদক ডাঃ পার্থ সারথি সরকার। পশ্চিমবঙ্গ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আগামী ১ অগাষ্ট থেকে ৭ অগাষ্ট এই উপকলকষে সারা রাজ্যে এই রোগের প্রতিকার ও রোগ থেকে বাচতে জনসচেতনেতা কর্মসূচিতে অংশ নেবেন বলে এদিন জানান। (নিজস্ব চিত্র)