বারুদে ফুলের গন্ধ

IMG-20190802-WA0046.jpgসঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ মুক্তি পেতে চলেছে নাড়ু গোপাল মণ্ডল পরিচালিত ছায়াছবি ‘বারুদে ফুলের গন্ধ’। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছবির সম্পর্কে জানলেন ছবির কল-কুশলীবৃন্দরা। প্রসঙ্গত সামাজিক পটভূমিকার এই ছবিটির প্রযোজনা করছেন শ্রী শ্রী ওঁ নরসিংহ জিউ প্রোডাকশন। সঙ্গীত পরিচালনা অরূপ-প্রণয় জুটি। ছবিতে গান গেয়েছেন কুমার শানু, অনীক ধর, মোহনা গাঙ্গুলী ও পৃথা কুণ্ডু। কার্যনির্বাহী প্রযোজক স্বপন পাখিরা। কাহিনী-চিত্রনাট্য ও পরিচালনা নাড়ু গোপাল মণ্ডল। (নিজস্ব চিত্র)

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

8f8ee-9a4f02_00a69b3b44874c6cb3f9c764036b49damv2

0d21b-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg

 

%d bloggers like this: