নিজস্ব সংবাদদাতাঃ বেনারস বিমানবন্দরে আটকে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে। ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল উত্তর প্রদেশের সোনভদ্রে যাবার জন্য বেনারস বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ প্রশাসন তাঁদের ওইখানেই আটকে দেয়। এই বিষয়ে টুইট করে ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, ‘তৃণমূলের সংসদীয় দলকে বারাণসীতে আটক করা হয়েছে কিন্তু কোন ধারার অধীনে এডিএম, এসপি আমাদেরকে বলেনি (“ওপরমহল থেকে বলা হয়েছে”)। ওদের বলেছিলাম যে আমরা সবরকম সহযোগিতা করব। জানিয়েছিলাম যে আমরা আহতদের সাথে দেখা করতে চাই এবং তারপর সোনভদ্র গিয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে চাই।’
(ছবি সৌজন্য টুইটার ডেরেক ও ব্রায়েন)