বেনারস বিমানবন্দরে আটকে দেওয়া হলো তৃণমূলের সংসদীয় দলকে

Untitledweer.jpgনিজস্ব সংবাদদাতাঃ বেনারস বিমানবন্দরে আটকে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে। ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল উত্তর প্রদেশের সোনভদ্রে যাবার জন্য বেনারস বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ প্রশাসন তাঁদের ওইখানেই আটকে দেয়। এই বিষয়ে টুইট করে ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, ‘তৃণমূলের সংসদীয় দলকে বারাণসীতে আটক করা হয়েছে কিন্তু কোন ধারার অধীনে এডিএম, এসপি আমাদেরকে বলেনি (“ওপরমহল থেকে বলা হয়েছে”)। ওদের বলেছিলাম যে আমরা সবরকম সহযোগিতা করব। জানিয়েছিলাম যে আমরা আহতদের সাথে দেখা করতে চাই এবং তারপর সোনভদ্র গিয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে চাই।’

(ছবি সৌজন্য টুইটার ডেরেক ও ব্রায়েন)

8f8ee-9a4f02_00a69b3b44874c6cb3f9c764036b49damv2

a243c-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

d74e0-9a4f02_63469582027148d3be5dbbc4f2dfa3c9mv2

9a4f02_7f175010648e4a39ba2a18233b11142e~mv2.jpg

%d bloggers like this: