সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ সম্প্রতি কলকাতার এক অভিজাত হোটেলে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর সহযোগিতায় আয়োজন করেছিলেন ভারতীয় বস্ত্র ও জামাকাপড় সম্পর্কে এক সম্মেলনের সঙ্গে তৃতীয় লিঙ্গের অংশগ্রহণে এক অভিনব ফ্যাশন শো। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল আমাদের জানালেন আমাদের ভারতীয় বস্ত্রের মান অনেক উন্নত এবং তা বিদেশের বাজারে অধিক সমাদৃত। তিনি এই ফ্যাশন শোতে তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ সম্পর্কে বলেন ওরাও আমাদের মতই সবকিছুতে সমান ভাবে অংশ নেওয়ার অধিকারী, এবং তৃতীয় লিঙ্গের মানুষদের আজ সমান অধিকার রয়েরছে সকল কিছুতে সাধারনের সঙ্গে অংশ নেওয়ার। আর এটাই প্রকৃত মানুষের করা উচিত।
(নিজস্ব চিত্র)