নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ কলকাতায় শুরু হলো ট্র্যাভেল অ্যান্ড টুরিজম’এর ৩০ বছরের আসর। গতকাল এই উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রায় ৪৪০ অংশগ্রহনকারি পর্যটন সংস্থা ও ভারতের ২৫টি সরকারী পর্যটন সংস্থা এবং ১৪টি দেশ নিয়ে শুরু হয়ে গেল জমজমাট এই ভ্রমণ মেলার আসর। এককথায় ভ্রমণের এক অপরূপ মেলবন্ধন। এই উপলক্ষে মেলার অন্যতম প্রধান কর্ণধার সঞ্জীব কুমার আগরওয়াল বলেন আজ থেকে ৩০ বছর আগে এই কলকাতা থেকেই যাত্রা শুরু করে আজ টিটিএফ কলেবরে অনেকটাই বৃহত্ আকার ধারণ করেছে। আজ শুধুমাত্র কলকাতা নয়, সারা ভারতের প্রধান ১০টি শহরে আজ রীতিমত উত্সাহ ও উদ্দীপনার এবং যথাযোগ্য ভাবে অনুষ্ঠিত হয়ে চলেছে টিটিএফ এর আসর।
সঞ্জীব বাবু বলেন মূলত যে সময়ে ইন্টারনেট এর ব্যবহার সহজলভ্য ছিল না সেই সমযে ভ্রমণ পিপাসু বাঙালীদের পুজোর সময়ে বেড়ানোর সুলুক-সন্ধান দিতেই শুরু হয়েছিল এই ভ্রমণ মেলার আসর।
এবছর এই মেলায় পার্টনার দেশ হিসাবে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। ফিচার কান্ট্রি হিসাবে উপস্থিত আছে থাইল্যান্ড ও বাহরিন। এছাড়াও চীন, ভুটান, মালেয়শিয়া, সিংগাপুর সহ মোট ১৪টি দেশ অংশ নিচ্ছে এই ভ্রমণ মেলায়। সারা ভারত থেকে ২৫টি সরকারী পর্যটন সংস্থাও হাজির তাঁদের রাজ্যের পর্যটনের হাল-হদিস জানাতে।
দেশী-বিদেশী সরকারী ও বেসরকারী পর্যটন সংস্থা নিয়ে এই বছর প্রায় ৪৪০টি পর্যটন সংস্থার অংশগ্রহণে প্রথম দিন থেকেই রীতিমত জমজমাট টিটিএফ। মেলা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। (ছবি স্বরূপম চক্রবর্তী)