সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ সিনেমাপাড়া উত্তাল হল প্রায় দুই হাজার কলা-কুশলীদের মিছিলে। উলেক্ষ্য, টালিগঞ্জের কলা-কুশলীদের মধ্যে সংগঠন তৈরি করে রাজ্য বিজেপি এই মূহুর্তে সংবাদের শিরোনামে। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন এর অন্যতম প্রধান মুখ ও সভাপতি প্রতিথযশা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের নেতৃত্বে চলচ্চিত্র জগতের শিল্পী ও কলা-কুশলীদের নানা দাবী সহ বর্তমান রাজ্য সরকারের প্রতি এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলো। টালিগঞ্জ মেট্রো স্টেশন সংলগ্ন মহানায়ক উত্তমকুমারের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে এই প্রতিবাদ মিছিল শেষ হয় দাসানি স্টুডিও তে।
আজকের এই প্রতিবাদ মিছিল সম্পর্কে সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে অগ্নিমিত্রা পাল বলেন, তাঁরা চান টালিগঞ্জের সিনেমা শিল্প তাঁর সুদিন ফিরে পাক। তিনি বলেন টলিউডের সিনেমা শিল্প এই মূহুর্তে একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে নানা দুর্নীতির মধ্যে চলছে। আজকে এখানে অভিনেতা-অভিনেত্রীরা ওই নিদির্ষ্ট রাজনৈতিক দলটির ইয়েসম্যান না হলে কোনও সুযোগ পাবেন না বা পাচ্ছেন না। তিনি দাবী করেন এটা তাঁর মনগড়া কথা নয়, এটা সর্ব্বজন বিদিত।
অগ্নিমিত্রা পাল দাবী করেন শিল্পী থেকে শুরু করে সকল কলা-কুশলীরা যদি ওই রাজনৈতিক দলটির বিশেষ কিছু মানুষদের কমিশন না দেন তাহলে তাঁরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন, আর এই ধারাই চলে আসছে বর্তমানে। যাঁর ফলে বহু নতুন পরিচালক, অভিনেতা-অভিনেত্রী উঠে আসতে সক্ষম হচ্ছেন না টলিউডে। অগ্নিমিত্রা পাল বলেন তাঁরা চান টলিউড ইন্ডাস্ট্রি’র নিজস্ব একটা ট্যাগলাইন হোক। বিশেষ পরিচিতি লাভ করুক রাজ্যের সুপ্রাচীন সিনেমা শিল্প। তিনি আরও বলেন কোনরকম রাজনৈতিক দলের সংগঠনের অধীনে থেকে নয়, শুধুমাত্র যোগ্যতার মাপকাঠিতে সকলে যেন এখানে কাজ করার সুযোগ পায়। এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশ নেন অভিনেতা জর্জ বেকার, অভিনেত্রী দেবিকা মুখার্জী সহ বিশিষ্টরা। (ছবি-সঞ্জয় মুখোপাধ্যায়)