বিজেপি মানেই গুণ্ডার দল-কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Kalyan_banerjee_rishra_2নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ তৃতীয় বারের জন্য লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হবার জন্য ২২ জুন হুগলি জেলার রিষড়া পৌরসভার পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নাগরিক সম্বর্ধনা জ্ঞাপন করা হল। এই অনুষ্ঠানে হাজির থেকে কল্যাণ বাবু প্রথমেই এই এলাকার সকল মানুষ যাঁরা তাঁকে বিগত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে জিতিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যাঁরা তাঁকে ভোট দেন নি উভয় জনগণের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। যাঁরা তাঁকে ভোট দেন নি তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন গঙ্গার ওপারে কী ঘটে চলেছে তা সকলেই দেখতে পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে তিনি সকল মানুষের বিবেক জাগ্রত হবার প্রাথর্ণা করেন। কল্যাণ বাবু বলেন আমাদের কাছে শুধুমাত্র একটা ধর্ম নয় সকল ধর্মের মানুষই সমান, কাজেই উন্নয়নের প্রশ্নে তিনি যে কোন আপোষ করবেন না তাও এদিন তিনি জানিয়ে দেন। বর্তমানে বিজেপি এই বাংলায় যে অশান্তির  রজনীতি করতে চাইছে তা বেশিদিন চলবে না বলেও এদিন কল্যাণ বাবু জানান। তিনি বলেন আমাদের বাংলার মানুষ কখনো রক্তাত্ব রাজনীতির সমীকরণে বিশ্বাস করেন না।

তিনি জোরের সঙ্গে বলেন এই মূহুর্তে যদি আবার ভোট নেওয়া হয় তাহলে বিজেপির ভোট কোথায় নেমে যাবে তা লক্ষ করা যাবে, এর কারণ হিসাবে কল্যাণ বাবু বলেন সাধারণ মানুষ আজ এই একমাসেই বীতশ্রদ্ধ ও তাই সাধারণ মানুষজন রীতিমত ঘেন্না করছে বিজেপিকে।doodhwala কল্যাণ বাবু ঘোষণা করেন সাধারণ মানুষ যদি তাঁর সঙ্গে থাকেন তাহলে এই রিষড়ায় তিনি বিজেপিকে একটা পিঁপড়েও মারতে দেবেন না। কল্যাণ বাবু বলেন এই রিষড়া এলাকার তাঁদের দলের কিছু গদ্দার নেতা যাঁরা তাঁকে গত নির্বাচনে হারানোর জন্য সমাজবিরোধী ও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন তাঁরা আজ তাঁর জয়ে ভীত ও সংত্রস্ত। উন্নয়নের জন্য তিনি যে সদা এই শ্রীরামপুর লোকসভার সকল মানুষের পাশে আছেন ও থাকবেন তা জানিয়ে তিনি সকলকে খোলা মনে তাঁর সঙ্গে দেখা করার আহ্বান জানান।

রিষড়া পৌরসভা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পৌরপ্রদান জাহিদ হাসান খান, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা তৃণমূল কংগ্রেস নেতা সুবীর মুখোপাধ্যায়, রিষড়া পৌরসভার কাউন্সিলর শুভজিত সরকার সহ অনান্য কাউন্সিলর গণ এবং তৃণমূল কংগ্রেস এর অন্যতম যোদ্ধা বিকাশ সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। (নিজস্ব চিত্র)

doodhwala

design-2

GNC-Advt-6x4-for-web

ADVT

%d bloggers like this: