বইপোকাঃ রেইকি হিলার ডাঃ মনীষা যাদবের সদ্য প্রকাশিত হিন্দি কবিতা সংকলন ‘দরিয়া-এ-এহসাস’। গত ফেব্রুয়ারী মাসে বইটির উদ্বোধন হয়েছিল কলকাতার এক নামজাদা স্টুডিওয় প্রকাশক সংস্থা লিটেরোমা’র গালা পার্টি তে। বইটিতে স্থান পেয়েছে মোট ৬১ টি কবিতা যার প্রতিটি ছত্রেই রয়েছে এক অনন্য অনুভূতির ছোঁওয়া। দেবনাগরী ভাষায় লেখা হলেও এই বইটির মূল বৈশিষ্ট্য হ’ল এর প্রতিটি কবিতা দুটি ভাষায় প্রকাশিত-হিন্দি এবং ইংরাজি, যাতে কবির মনের কথা ভাষার দ্বন্দ্বে হারিয়ে না যায়। ‘ওয়হ নিকল পড়া’, ‘মিলন কৈসে হোগা’ এবং ‘শোর’ কবিতা গুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্বিভাষী এই বইটি পাঠক হৃদয় কে সহজেই ছুঁয়ে যেতে পারবেই বলে বিশ্বাস। কবি এরকম আরও বই আগামী দিনে আমাদের উপহার দেবেন সেই আশা রাখি।
https://videopress.com/v/k4ZW5siG?at=1&loop=1&autoPlay=1