ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৯ সুমন রাও

Shivani-Jadhav,-Femina-Miss-Grand-India-2019_-Suman-Rao,-Femina-Miss-India-World-2019-&-Shreya-Shanker,-Miss-India-United-Continents-2019নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মুম্বাইয়ের সর্দার বল্লবভাই প্যাটেল ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তারকাখচিত এক অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের শিরোপা জিতলেন রাজস্থানের ২০ বছর বয়সী ছাত্রী সুমন রাও। ছত্তিসগরের শিবানী যাদব জিতলেন ফেমিনা মিস গ্র্যান্ড ২০১৯ এর শিরোপা, বিহারের শ্রেয়া শংকরের মাথায় উঠল মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেণ্টস এর মুকুট। ২০ বছরের সুমন, একজন কলেজ ছাত্রী এবং তিনি থাইল্যান্ড এ মিস ওয়ার্ল্ড ২০১৯ এ ভারতকে প্রতিনিধিত্ব করবেন। নেহা ধুপিয়া পূর্ব এবং পশ্চিম জোনের মেন্টর ছিলেন এবং দিয়া মির্জা উত্তর এবং দক্ষিণ জোনের মেন্টর হিসাবে ছিলেন। (নিজস্ব চিত্র)

https://videopress.com/v/k4ZW5siG?at=0&loop=1&autoPlay=1
GNC-Advt-6x4-for-web

ADVT

Kristy banner 12X18 for web

%d bloggers like this: