খুঁটিপুজো দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজার

“KHUTI-PUJO”-of-Youth-Association-of-Mohammad-Ali-Park,-Kolkata_3নিজস্ব সংবাদদাতাঃ বেজে উঠল শারদিয়ার ঘণ্টা। ম দুর্গার আরাধনার বাকি বেশ কয়েকটি মাস। এর মধ্যেই আমাদের রাজধানী কলকাতার বুকে শুরু হয়ে গেলো আগামী শারদিয়া উত্‍সবের সূচনা। এখন খুঁটিপুজো’র মধ্য দিয়েই দিয়েই সূত্রপাত হয় দনুজদলনী দেবী দুর্গার আরাধনার। সম্প্রতি মধ্য কলকাতার অন্যতম পুজো কমিটি মহম্মদ আলী পার্কের ইয়ূথ অ্যাশোসিয়েশনের ৫১ তম বর্ষের পুজোর সূত্রপাত হোল। এদিনের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিধায়ক স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর রেহানা খাতুন, মহম্মদ আলী পার্ক পূজা কমিটির অন্যতম এক সম্পাদক অশোক ওঝা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।(নিজস্ব চিত্র)

https://videopress.com/v/k4ZW5siG?loop=1&autoPlay=1

GNC-Advt-6x4-for-web
ADVT
Kristy_photo-class-advt-for-web
%d bloggers like this: