সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ রাজ্যের সকল পৌরসভা ও পুর-কর্পোরেশন গুলির সকল পুরপ্রতিনিধি, মেয়র, পুর-প্রধানদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রাজ্যের সকল পুর-প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় মুখ্যমন্ত্রী সরাসরি সকল পুর-প্রতিনিধিদের রীতিমত সাবধান করে জানিয়ে দেন সাধারণ মানুষের পাশে থাকতে না পারলে ও শুধুমাত্র নিজের আখের গোছানোর ধান্দা থাকলে আগামীতে অপেক্ষা করছে সমূহ বিপদ। তিনি আজ নজরুল মঞ্চে উপস্থিত সকল পুর-প্রতিনিধিদের সভায় জানিয়ে দেন আগামীতে পুর-কাউন্সিলরদের টিকিট দেওয়ার ক্ষেত্রে তাদের কাজের মানই হবে প্রধান মাপকাঠি। মমতা বন্দ্যোপাধ্যায় পুর-প্রতিনিধিদের উদ্দেশ্যে কঠোর ভাষায় ঘোষণা করেন সাধারণ মানুষদের কাছ থেকে কাজের বিনিময়ে টাকা নেওয়া বন্ধ করুন, যদি কেউ দল ছেড়ে যেতে চান যেতে পারেন। তিনি ঘোষণা করেন দলে চোরদের কোনও স্থান নেই। তিনি বলেন তৃণমূল কংগ্রেস কোনও রামধনু পার্টি নয় যে আজ তৃণমূল করব, কাল বিজেপি করব, আবার কাল সি পি এম করব। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন একজন গেলে তাদের ৫০০ জনকে তৈরি করে নেবার ক্ষমতা রয়েছে। তিনি বলেন সবাইকে এক হয়ে সকলের মিলিত প্রচেষ্টায় নিজের নিজের এলাকার উন্নয়নে মনোযোগ দিলে সাধারণ মানুষও তাঁদের পাশে থাকবেন। তিনি বলেন যিনি কাজ করেন তাঁকে হারানো কঠিন। রাজ্যের রাজনৈতিক মহলের ধারণা বিগত লোকসভা নির্বাচনের খারাপ ফলাফলের পর রাজ্য তৃণমূল কংগ্রেস এখন থেকেই সংঘবদ্ধ আগামীতে নিজেদের স্থান ধরে রাখতে। আজ নজরুল মঞ্চ থেকে দলীয় কাউন্সিলরদের তৃণমূল সুপ্রীমো জানিয়ে দেন ভালো করে ভোটার তালিকা সংশোধনের কাজটা এখন থেকেই করতে হবে, ঠিক আগে যেভাবে করা হতো। কারও নাম যেন বাদ না যায় সেদিকেও কঠোর দৃষ্টি দেওয়ার জন্য তিনি জানান।