মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু সরকারী হাসপাতালে পরিষেবা

downloadসঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ  চালু হয়ে গেল সাগর দত্ত মেমোরিয়াল হাসপাতাল ও এন.আর.এস. সহ এস.এস.কে.এম. হাসপাতালের এমারজেন্সী বিভাগের কাজ, আজ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জারি করা আদেশের ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে স্বাস্থ্য পরিষেবা। মুখ্যমন্ত্রী দুপুর ২টা’র মধ্যে সরকারী হাসপাতালের সকল ধর্মঘটী ডাক্তারদের কাজে যোগ দিতে আদেশ জারি করেছিলেন  আজ এস.এস.কে.এম. হাসপাতালে রোগীর আত্মীয়দের সঙ্গে দেখা করতে  এসে ধর্মঘটী ডাক্তারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে  তিনি বলেন যারা কাজে যোগ দেবেন না তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। তিনি আরও বলেন যারা কাজে যোগ না দেবেন তারা যেন হোস্টেল খালি করে দেন। মুখ্যমন্ত্রী বলেন এই ক্ষেত্রে আমরা কোন ও রকম অজুহাত, বাহানা বরদাস্ত করব না। ধর্মঘটী ডাক্তারদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সময়মত কাজে যোগ না দিলে সরকার তাঁদের কোন রকম দাবি-দাওয়া শুনতে বাধ্য নন এবং হাসপাতাল ও জরুরি পরিষেবা রাজনীতি জায়গা নয়। তিনি বলেন জনগণের সেবায় কোন রকম নোংরামো মেনে নেওয়া হবে না। তিনি বলেন পুলিশও শত বাধা অতিক্রম করেও জনগনের সেবায় সদা ব্যস্ত থাকে, তাঁর কিন্তু জনগণের সেবায় কোন ব্যাঘাত ঘটায় না। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর আগামী ৪ ঘন্টার মধ্যে কাজে যোগ দেবার আদেশ প্রমাণ করে তিনি সাধারণের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। গত কয়েকদিন ধরে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সৃষ্টি হয় অচলাবস্থার ফলে নানা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল রোগীর পরিবার পরিজনদের সহ সকল সাধারন মানুষদের।

 

%d bloggers like this: