লোকগানের সংকলন ‘সুন্দর কন্যা’ প্রকাশিত হলো

IMG-20190607-WA0109সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ সুমুধুর কন্ঠের অধিকারিণী অনুভা গাঙ্গুলী, যাঁর গাওয়া লোকগানের সিডি তাঁর ৮৩ বছর বয়সে অনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো গত ৭ জুন কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত দিয়ে। এদিন অশীতিপর এই শিল্পীর গাওয়া ১০টি বাংলা লোক সংগীতের এক সংকলন ‘সুন্দর কন্যা’ প্রকাশ পেল গুণীজনের উপস্থিতিতে। উল্লেক্ষ্য ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেট কোম্পানী আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেত্রী দেবশ্রী রায়, খেয়ালী ঘোষ দস্তিদার, সঙ্গীত শিল্পী স্বপন বসু, সৈকত মিত্র, শিল্পীর অভিনেতা পুত্র অরিন্দম গাঙ্গুলী সহ বিশিষ্টরা।

(নিজস্ব চিত্র)

%d