একসঙ্গে দুটি ভ্রমণ মেলা কলকাতায়

IMG-20190607-WA0050দীপক পল্ল্যে, কলকাতাঃ একটি নয় দুটি ভ্রমণ মেলার আসর এই মূহুর্তে চলছে কলকাতার বুকে। একটি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ও অপরটি ঠিক এর লাগোয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। প্রথমটির আয়োজক ব্লু আই ইন্ডিয়া এবং ২য় মেলাটির আয়োজক সংস্থা হলো অ্যাসোশিয়েশন অফ টুরিজম সার্ভিস প্রভাইডার অফ বেঙ্গল। দুটি মেলার উদ্বোধন হলো গতকাল অর্থাত্‍ ৭ জুন, ২০১৯। দুটি মেলাতেই প্রায় শতাধিক বেসরকারি পর্যটন সংস্থা ও বিভিন্ন রাজ্যের সরকারী পর্যটন সংস্থার অংশগ্রহণে জমজমাট ভ্রমণ পিপাসুদের জন্য আয়োজিত এই দুটি মেলা।

rerererer

banner advt1

(ছবি দীপক পল্ল্যে)  

Kristy banner 12X18 for web

design-2

ADVT

GNC-Advt-6x4-for-web

11429670_863411723736037_573517661987616256_n

k-advt-web

Kristy_photo-class-advt-for-web

%d