সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে জয় শ্রী রাম লেখা দশ লক্ষ পোস্ট কার্ড পাঠানোর যে নিদান অর্জুন সিং দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীর দিল্লির বাসভবনে জয় বাংলা ও জয় হিন্দ লিখে লক্ষাধিক পোষ্টকার্ড পাঠানোর যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে তার অঙ্গ হিসাবে উত্তর কলকাতার ৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের পুরপিতা এলাকার সকলের প্রিয় গৌতম হালদারের নেতৃত্বে আজ ৪ জুন বেলা ১২টায় ৪নং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে দশ হাজার পোস্টকার্ড জয় বাংলা ও জয় হিন্দ লিখে পাঠানো হয়।
এ প্রসঙ্গে গৌতম বাবু বলেন,“ আমরা রামকে মন্দিরে দেখতে অভ্যস্ত এবং আমরা রামের মন্দিরে গিয়ে জয় শ্রী রাম ধ্বনি দিই, কিন্তু ভারতে বিজেপি আজ এই ধ্বনিকে যে ভাবে কলঙ্কিত করেছে ও শুধুমাত্র কলঙ্কিত করেই ক্ষান্ত হয় নি ভগবান রামকে যেভাবে রাজনীতির নোংরা খেলায় নামিয়েছে তার বিরোধীতা করছে এই বাংলার যুব সমাজ। এছাড়াও আমরা মনে করি সম্পূর্ণ রাজনৈতিক ভাবে বিজেপির ব্যবহার করা জয় শ্রী রাম শ্লোগান বাংলা তথা দেশের সমগ্র হিন্দু ধর্মকে আঘাত করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এর প্রতিবাদ স্বরূপ এই পোস্ট কার্ড আমরা প্রেরণ করছি।” (নিজস্ব চিত্র)