নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদর মোদি। এদিন সন্ধ্যায় দরবার হলের বদলে খোলা প্রাঙ্গণে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদির পরেই শপথ নেন রাজনাথ সিং। তারপরেই অমিত শাহ। এরপর একে একে শপথ নেন অন্যান্য মন্ত্রীরা। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ আবদুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, কিরঘিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবে জিনবেকভ এবং মায়নমারের প্রেসিডেন্ট ইউ উইন মিয়ান্ট সহ মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দকুমার জগনাথ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন মোদীর সঙ্গে শপথ নিলেন ২৫ জন পূর্ণমন্ত্রী সহ মোট ৫৮ জন মন্ত্রী। এই বাংলা থেকে ১৮জন সংসদের মধ্যে মোদী মন্ত্রীসভায় স্থান পেলেন মাত্র ২ জন তাও রাষ্ট্রমন্ত্রী হিসাবে। এর হলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। যথারীতি কিছুটা হলেই হতাশ বঙ্গ বিজেপি ব্রিগেড। (ছবি-সংগৃহীত)