নিজস্ব সংবাদদাতা, গ্যাংটকঃ উত্তর সিকিমের লান্থেখোলার কাছে আজ সকাল থেকে ধসের কারণে সিকিমের রাজধানী গ্যাংটকের সঙ্গে উত্তর সিকিমের যোগাযোগ সম্পুর্ন রূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আজ সকাল ৭-৩০ মিনিট নাগাদ উত্তর সিকিম হাইওয়ের ওপর লান্থেখোলায় বেশ কিছুটা রাস্তা ধসের কারণে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। এই ধসের কারণে বিশেষ অসুবিধায় পড়েছেন উত্তর সিকিমে যাওয়া পর্যটকরা। বহু পর্যটক বাধ্য হচ্ছেন গ্যাংটক ফিরে আসতে। উত্তর সিকিম হাইওয়েতে লান্থেখোলায় গত বছরের সেপ্টেম্বরেও ধসের কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়। বিশেষ সুত্র মারফত জানা যায় যে ইতিমধ্যেই ব্যস্ততম উত্তর সিকিম হাইওয়ের ওই ধসে যাওয়া অংশ চলাচলের যোগ্য করে তোলা হয়েছে।
(ছবি সংগৃহীত)