আমার রতন চাচা

তাপস বন্দ্যোপাধ্যায়ের ৭ম মৃত্যুবার্ষিকীতে সংবাদ প্রতিখনের অন্যতম সৈনিক কিশলয় মুখোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন

IMG_0310কিশলয় মুখোপাধ্যায়ঃ ফেসবুক দেখতে দেখতে চোখে পড়ল লিটেরোমা কার্নিভালে বিশিষ্ট মিডিয়া পারসোনালিটি স্বরুপম চক্রবর্তী একটি সাঁওতালি কবিতা পড়ছেন। কবিতাটি লিখেছিলেন তাপস কুমার বন্দ্যোপাধ্যায়। আমার কাছে ‘রতন চাচা’। বেশ কয়েক বছর আগে যখন সংবাদ প্রতিখনে লেখালেখি করতাম তখন তাপস দার সঙ্গে পরিচয়। সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম দা ও তাপসদা প্রচুর খেটেছিলেন প্রতিখনকে দাঁড় করাতে। একটি ক্ষুদ্র সংবাদপত্রকে প্রতিষ্ঠিত করা বেশ কঠিন কাজ। সেটা পেরেছিলেন। তাই হুগলী জেলা থেকে শুরু হলেও কলকাতার বাগবাজার থেকে প্রকাশিত হতে পেরেছিল সংবাদ প্রতিখন। আর হয়েছিল একটি পিকনিক। সেখানে আবিষ্কার করেছিলাম দিলখোলা আর প্রান খোলা রতন চাচাকে। উপলব্ধি করেছিলাম যাঁর মনে কবিত্ত্ব নিয়ে কোনো আঁতলামো নেই। এরকমই মে মাসে তাপসদা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেলেন যেখান থেকে আর আসা যায়না। আজ সংবাদ প্রতিখন ‘ডিজিটাল মিডিয়া’য় পরিনত হয়েছে। রতন চাচা দেখে যেতে পারলেন না এই উত্তরন। আমরা সংবাদ প্রতিখনের টিম চাইলেও ভুলতে পারবো না তাদের রতন চাচা বা তাপস দা কে। এখানেই তাঁর কৃতিত্ব।

%d bloggers like this: