সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ কলকাতা পুরসভার ৪ নং ওয়ার্ডের পুরপিতা সকলের কাছের মানুষ গৌতম হালদার তাঁর লোকসভার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে কোনও রকম খামতি রাখেন নি। সম্প্রতি বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা সহ বিজেপির ঘৃণ্য রাজনীতি, বাংলাকে অপমান, নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে গৌতম হালদারের নেতৃত্বে এক সুবিশাল মোমবাতি মিছিল উত্তর কলকাতার বিভিন্ন এলাকা পরিক্রমা করে ১৬ মে। এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো লক্ষনীয়। গৌতম হালদার বলেন বিজেপি যে ভাবে বাংলাকে অপমান করেছে, বাংলায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছে তারই প্রতিবাদে এই মিছিল, বিজেপিকে আগামী ১৯শে মে ভোটবাক্সে বাংলার মানুষ তার সমুচিত জবাব দেবে। এই মিছিল ৪ নং ওয়ার্ডের স্বামীজির মূর্তি থেকে শুরু হয়ে ওয়ার্ড অফিসে শেষ হয়। (নিজস্ব চিত্র)