নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ কলকাতা সাক্ষী হয়ে রইলো অসামান্য এক সাংস্কৃতিক সন্ধ্যার। কলকাতার উপকণ্ঠে চিনার পার্ক এলাকার একটি অভিজাত হোটেলের সভাঘরে পুস্তক প্রকাশনা সংস্থা লিটেরোমা পাব্লিশিং হাউস আয়োজন করেছিল গ্রীষ্মকালীন এক সাংস্কৃতিক আসরের যার পোষাকী নাম ছিল ‘লিটেরোমা কার্ণিভ্যাল’ গত ১২ মে সন্ধ্যায়। পুস্তক প্রকাশ, গল্প ও কবিতা পাঠ, কবি ও লেখকদের সঙ্গে মিলন ও তাঁদের নিজেদের মনের ভাবপ্রকাশ এবং সঙ্গীত ইত্যাদি নিয়ে এদিনের কার্ণিভ্যাল সাজিয়েছিল লিটেরোমা। বর্তমান প্রকাশনার দুনিয়ায় ক্রমশ নিজেদের আসন পাকা করে নিয়েছে লিটেরোমা। এদিন সন্ধ্যায় সাইবার বিশেষজ্ঞা ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়ের লেখা ভ্রমণের প্রথম বই ‘ট্র্যাভেল টেলস-বেঙ্গল অন হুইলস’ এর আত্মপ্রকাশ ঘটলো ‘হ্যালো হেরিটেজ’ এর প্রধান রূপকার রেশমী চট্টোপাধ্যায় এর হাত ধরে। বাংলার ভ্রমণের বিভিন্ন জানা-অজানা জায়গা নিয়ে নিজের বেড়ানোর অভিজ্ঞতাই বেঙ্গল অন হুইলস।
এই বইটি ছাড়াও এদিনের কার্ণিভ্যালে আরও দুটি বই আত্মপ্রকাশ করল; প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ দেবপ্রিয় রায় বিজ্ঞাপন জগতের অন্যতম ব্যক্তিত্ব কপিরাইটার ও কবি মন্দ্রীতা বোসের লেখা কবিতার বই ‘ডিসেম্বর ওয়েভস’ এর আনুষ্ঠানিক প্রকাশ করেন এবং সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তী, সঙ্গীত শিল্পী প্রাজ্ঞ দত্ত এবং তমাল মুখার্জী অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন দেবী রঘুবংশী লিখিত উপন্যাস ‘রুকসার’ এদিনের কার্ণিভ্যালে।
কার্ণিভ্যালে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ডাঃ মনীষা যাদব, ডাঃ সুজাতা চট্টোপাধ্যায়, শতাব্দী বন্দ্যোপাধ্যায়, জাগৃতি রায়, পার্থ ব্যানার্জী, অনিন্দিতা বোস, মাম্পি ঘোষ, সুতনু ভৌমিক, রতন ঘোষ, হিমন বড়াল, কাসিফ আহসান, লিটেরোমার অন্যতম আর এক প্রধান কর্ণধার ও লেখিকা সুব্রতা ব্যানার্জী, ভ্রমণ ও লাইফ অন্তর্জাল পত্রিকার কারিগরী সম্পাদিকা দিপান্বীতা দাস, স্বাধীন চিত্র নির্মাতা অঙ্কণ রায় সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষজন।
কবিদের কণ্ঠে স্ব-রচিত কবিতা পাঠ, গল্প পাঠ, ঊর্ধু শায়রী, সঙ্গীত, নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা ইত্যাদি নিয়ে এক অসামান্য সন্ধ্যার সাহিত্যের কার্ণিভ্যালের সঞ্চালক ছিলেন তমাল মুখার্জী ও কবি মন্দ্রীতা বোস। প্রকাশনা জগতের নবীনতম নক্ষত্র লিটেরোমা ভারতীয় সংস্কৃতির এক অনন্য মিলনগাঁথা এদিন উপস্থাপন করল কল্লোলিনী কলকাতায়। (নিজস্ব চিত্র)