“নির্বাচন কমিশন বলছে বেশি কাজ করছে কম”-অলীক চক্রবর্তী

2e919869-cd81-488e-bab7-2e3সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচনের প্রাক্কালে আজ ১৬ মে কলকাতা প্রেস ক্লাবে সিপিআই(এম এল)রেড স্টার রাজ্য শাখা আয়োজন করেছিলো একটি সাংবাদিক সম্মেলনের। সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক অলীক চক্রবর্তী এবারের নির্বাচনে ভারতের নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেন এখনো অবধি যে ৬ দফা ভোট সম্পন্ন হয়েছে তা অবাধ ও সুষ্ঠভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ। তিনি আরও বলেন বিদ্যাসাগরের মূর্তি যেহেতু নির্বাচনকে কেন্দ্র করেই ভাঙ্গা হয়েছে তাই যে কোন কিছু আদেশ ঘোষণার আগে নির্বাচন কমিশন এই বিষয়ে সুয়োমুটো তদন্ত করে তবেই নির্দেশ জারি করতেই পারতেন। অলীক বাবু আরও বলেন আমাদের দেশের নির্বাচন কমিশন বলছে বেশি কাজ করছে কম। তিনি আগামী ১৯মে’র ভোটে গণ্ডগোলের আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না, তিনি জানান তাঁরা জানেন তাঁরা আক্রান্ত হতে পারেন, তাই তাঁরা তৈরি আছেন তা রোখার জন্য। এদিন তাঁরা দমদম ও বারাসত কেন্দ্রে তাদের প্রার্থী শংকর দাস ও অলি মহম্মদকে করাত চিহ্নে ভোট দিয়ে ও যাদবপুর কেন্দ্রে যথাক্রমে সিপিআইএম প্রার্থী কমরেড বিকাশ ভট্টাচার্য্য ও এবং বসিরহাট কেন্দ্রে এমকেপি প্রার্থীকে ঠেলাগাড়ি চিহ্নে ভোট দিয়ে জেতানোর আবেদন রাখেন। (নিজস্ব চিত্র)

ADVT

GNC-Advt-6x4-for-web

Kristy_photo-class-advt-for-web

rerererer

%d bloggers like this: