সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ মহেশতলা পৌরসভার অন্তর্গত সন্তোষপুর ১৬ বিঘা পুরাতন বস্তিতে ১৫ মে ঠিক রাত ১২-১০ মিনিটে লাগা আগুনকে স্থানীয় জনগণ ও দমকলের ৩টি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে যার ফলে বড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পায় ওই বস্তিটি। উল্লেক্ষ্য স্থানীয় কাউন্সিলর ডাঃ খোকন সেন নিজে দাঁড়িয়ে থেকে পুলিশের সাহায্যে সকল উদ্ধার কার্য পরিচালনা করেন। (নিজস্ব চিত্র)