নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ গতকাল কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান রাজনৈতিক দলগুলির মধ্যে চাপান উতর। চলছে একে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা। একদিকে রাজ্যের সকল বুদ্ধিজীবি মহল এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন। অন্যদিকে আজ দুপুরে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির শিক্ষক সংগঠনের পক্ষে এক প্রতিবাদ ধর্ণায় বসেন সংগঠনের সদস্যরা। মুখে কালো কাপড় বেঁধে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য তৃণমূলকেই দায়ী করে তারা এর বিচার চান। সমাবেশে বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন। তিনি বলেন বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তৃণমূল সরকার বিজেপিকে কালিমালিপ্ত করতে চাইছে।
তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঐতিহ্য নষ্ট করে দিয়েছেন, লকেট চট্টোপাধ্যায় আরও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শরত্চন্দ্র, বিদ্যাসাগর কাউকে কিচ্ছু রাখেন নি। (নিজস্ব চিত্র)