দক্ষিণ ২৪ পরগনার বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে সাংবাদিক সম্মেলন

IMG-20190515-WA0024সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার সকল বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জেতানোর আবেদন নিয়ে আজ ১৫মে কলকাতা প্রেস ক্লাবে আক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ ২৪ পরগনার সকল বামপ্রার্থীদের স্বপক্ষে বক্তব্য রাখেন আইনজীবি বিকাশ ভট্টাচার্য্য, সি পি আই এম বিধায়ক সুজন চক্রবর্তী, ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী ডাঃ ফিরহাদ হাকিম সহ বাম নেতৃত্ব। সম্মেলনে সুজন বাবু বলেন  মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চান নি, কারণ বিগত বছরগুলিতে এখানে যে সকল ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এখানে তৃণমূলের যেটা অসম্ভব। সুজনবাবু আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রাজ্যসভায় পাঠাতে। ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী বলেন তাঁরা প্রশাসনের কাছে যতগুলি প্রচার সভা করার অনুমতি চেয়েছিলেন তার মাত্র ১৮ শতাংশের অনুমতি তাদের মিলেছে। এছাড়াও তাদের ওপর নানা ভাবে নানা অত্যাচার, অবিচার চলছে এবং যা ঘটছে ঠুঁটো জগন্নাথ রাজ্যের নির্বাচন কমিশনের সামনেই। (নিজস্ব চিত্র)

k-advt-web

GNC-Advt-6x4-for-web

Kristy_photo-class-advt-for-web

ADVT

11429670_863411723736037_573517661987616256_n

rerererer

banner advt1

%d bloggers like this: