কলকাতায় সাহিত্যের অনন্য আসর

59682295_988451094658843_83নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ কলকাতায় আবারও সাহিত্যের এক অনন্য আসর বসতে চলেছে আগামীকাল ১২ মে ২০১৯ এর সন্ধ্যায় কলকাতার উপকণ্ঠে চিনার পার্ক এলাকার এক অভিজাত হোটেলের সভাঘরে। আসরের উদ্যোক্তা কলকাতার প্রকাশনা সংস্থা ‘লিটেরোমা পাব্লিশিং হাউস’। যারা বয়সে নবীন হলেও অভিজ্ঞতায় অনেক প্রবীণ প্রকাশনা সংস্থার থেকে চিন্তা-ভাবনায় ও কাজকর্মে বহুলাংশে প্রবীণ। লিটেরোমা পাব্লিশিং হাউসের এই আসর যা লিটেরোমা কার্নিভাল নামাঙ্কিত তাঁর শুভ উদ্বোধন করতে আগামীকাল সন্ধ্যায় আসরে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি সুব্রত দত্ত। কার্নিভালের অন্যতম আকর্ষণ সাইবার বিশেষজ্ঞা ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়ের লেখা ভ্রমণের প্রথম বই ‘ট্র্যাভেল টেলস- বেঙ্গল অন হুইলস’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান।

এছাড়াও এদিন আসরে প্রকাশিত হতে চলেছে আরও দুটি বই- একটি মন্দ্রীতা বোসের লেখা কবিতার বই ‘ডিসেম্বর ওয়েভস’ এবং অপরটি দেবী রঘুবংশী লিখিত উপন্যাস ‘রুকসার’। বই প্রকাশ ছাড়াও গ্রীষ্মের এই সান্ধ্য আসরে লিটেরোমা নবীন ও প্রবীণ কবি-লেখক-লেখিকাদের এক অপরূপ মিলনের আয়োজন করতে চলেছে।

গল্প, কবিতা, আলোচনা সব নিয়ে এককথায় ভারতীয় সংস্কৃতির এক অনন্য মিলনগাঁথা উপহার দিতে চলেছে লিটেরোমা তাঁর এই কার্নিভালে।

k-advt-web

    GNC-Advt-6x4-for-web

Kristy_photo-class-advt-for-web

ADVT

rerererer

11429670_863411723736037_573517661987616256_n

banner advt1

%d bloggers like this: