কলকাতায় সাহিত্যের অনন্য আসর

কলকাতায় সাহিত্যের এক আসর বসতে চলেছে ১২ মে ২০১৯ এর সন্ধ্যায় কলকাতার উপকণ্ঠে চিনার পার্ক এলাকার এক অভিজাত হোটেলে। উদ্যোক্তা প্রকাশনা সংস্থা ‘লিটেরোমা পাব্লিশিং হাউস’। লিটেরোমা কার্নিভাল নামাঙ্কিত লিটেরোমা পাব্লিশিং হাউসের এই আসরের শুভ উদ্বোধন করতে আগামীকাল সন্ধ্যায় উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি সুব্রত দত্ত। কার্নিভালে থাকছে সাইবার বিশেষজ্ঞা ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়ের লেখা ভ্রমণের প্রথম বই ‘ট্র্যাভেল টেলস- বেঙ্গল অন হুইলস’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। এছাড়াও প্রকাশিত হতে চলেছে আরও দুটি বই- একটি মন্দ্রীতা বোসের লেখা কবিতার বই ‘ডিসেম্বর ওয়েভস’ এবং অপরটি দেবী রঘুবংশী লিখিত উপন্যাস ‘রুকসার’। বই প্রকাশ ছাড়াও গ্রীষ্মের এই সান্ধ্য আসরে লিটেরোমা নবীন ও প্রবীণ কবি-লেখক-লেখিকাদের এক অপরূপ মিলনের আয়োজন করতে চলেছে।

গল্প, কবিতা,আলোচনা সব নিয়ে এককথায় ভারতীয় সংস্কৃতির এক অনন্য মিলনগাঁথা উপহার দিতে চলেছে লিটেরোমা তাঁর এই কার্নিভালে।

This slideshow requires JavaScript.

%d