সাংস্কৃতিক দরিয়ায় বহমান পানসি

100_1000_pansi_28-4-19পথিক মিত্র, হুগলিঃ পানসি ভেসে চলে দরিয়ার বুকে সকল তুফান-ঝড়-ঝঞ্ঝাকে হেলায় অতিক্রম করে। ছোট্ট সে তরী সকল বিপদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের চলার পথে অবিচল। আকারে ছোট্ট হলেও কিন্তু সেই পানসির যাত্রীর সংখ্যা কোন অংশে কম নয়। হুগলি জেলার এমনই এক ছোট্ট পানসি তাঁর সহযাত্রীদের নিয়ে নিজের খ্যাতিকে বিড়ম্বনায় পর্যবসিত হতে না দিয়ে সাবলীল ভঙ্গিতে ভেসে চলেছে জেলা তথা রাজ্যের সাংস্কৃতিক দরিয়ায়। হুগলি জেলার বৈদ্যবাটি শহরের সাংস্কৃতিক মানচিত্রে ক্রমশই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে জেলার এই সংস্কৃতি চর্চা কেন্দ্র।rerererer

পানসির সাবলীল পথ চলার এমনই এক নিদর্শন লক্ষ করা গেল কয়েকদিন আগে গ্রীষ্মের এক রবিবাসরীয় সন্ধ্যায় পানসির অন্যতন প্রধান নাবিক পার্থ প্রতিম মজুমদারের  আধুনিক বাসগৃহে।

banner advt1

এদিনের সন্ধ্যা প্রকৃতপক্ষে আলোকিত হয়ে উঠেছিল জেলা তথা রাজ্যের সাংস্কৃতিক জগতের নক্ষত্রদের সমাবেশে। বৈশাখের এই সন্ধ্যার সাংস্কৃতিক আসর পানসি সাজিয়ে তুলেছিলো কবিতা পাঠ, গল্প পাঠ, শ্রুতি নাটক, আবৃত্তি পরিবেশন, নৃত্য ও সংগীতের অপরূপ মুর্চ্ছনায়।

অসাধারণ ভাবনায় তৈরি করা এক স্মারক অংশগ্রহণকারী সকল শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় পানসির কর্ণধার পার্থ প্রতিম মজুমদার এবং সংবাদ প্রতিখনের সৌজন্যে। যা এককথায় অনবদ্য। (নিজস্ব চিত্র)

k-advt-web

ospite-advt.-web

gorumara

11429670_863411723736037_573517661987616256_n

%d bloggers like this: