সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত মিট দা প্রেস শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, যতই তাঁরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোটে প্রচার ও লড়াই করুন না কেন, ভারতের মসনদ থেকে বিজেপি’কে হটাতে প্রয়োজনে তাঁর দল রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে মোদী বিরোধী সরকার গঠনে তৃণমূলের সঙ্গেও হাত মেলাতে রাজী। প্রসঙ্গত, আজ থেকে কলকাতা প্রেস ক্লাবে শুরু হয়েছে মিট দা প্রেস শীর্ষক অনুষ্ঠান, আজ এই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র। লোকসভা ভোটে তাঁরা এই রাজ্যে একাই লড়ছেন, এবং তাঁরা প্রচারে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করছেন, তবুও সোমেন বাবু মনে করেন কেন্দ্রে মোদী বিরোধী সরকার গঠনে যে সকল দল বিজেপি বিরোধী, তাদের সকলের সঙ্গে তাঁরা একসঙ্গে চলতে আগ্রহী, যতই তাঁরা ভোটে সেই দলের বিরুদ্ধে লড়াই করুন না কেন। এখন অপেক্ষা ফলাফলের। (ছবি- সঞ্জয় মুখোপাধ্যায়)