নিশিরকুমার হাজরা, সিউড়িঃ গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পথচলতি তৃষ্ণার্ত জনগণের তৃষ্ণা নিবারনের ব্রত নিয়ে বৈশাখের প্রথম দিনের সকাল থেকে বীরভূম জেলার রাজনগরে শুরু হলো সাধারণের জন্য জলসত্র। বাংলা নববর্ষের প্রথম দিনে পথচলতি মানুষজনকে লাড্ডু সহযোগে পানীয় জলের গ্লাস তুলে দিয়ে শুরু হলো জলসত্র। জলসত্রকে কেন্দ্র করে প্রথম দিন সকাল থেকেই পথচলতি তৃষ্ণার্ত মানুষজনের ভিড় ছিলো লক্ষণীয়। রাজনগর শ্রীহরি সৎসঙ্গ সমিতির উদ্যোগে এই জলসত্র চলবে গোটা বৈশাখ মাস জুড়ে। এ বিষয়ে আয়োজক সংস্থার আহ্বায়ক লক্ষ্মীনারায়ণ সিংহ জানান, এই গরমকালে তৃষ্ণার্ত পথিকদের জলদান করার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। পুরো কাজটা চলছে জনসাধারণের কাছে পাওয়া ভিক্ষালব্ধ অর্থ থেকে। মানুষের স্বত:ফূর্ত সাড়া পাচ্ছি। অন্যদিকে, রাজনগর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক কানাইলাল মণ্ডল বলেন, আমিও এখানে জলপান করলাম। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। (ছবি নিশিরকুমার হাজরা)