নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব হেরিটেজ দিবসের সকালে কলকাতা সাক্ষী হয়ে রইল এক অন্য ধরনের পদযাত্রার। কলকাতার প্রাণকেন্দ্র ডালহৌসী স্কোয়ার, আর সেখানেই অবস্থান করছে শতাব্দী প্রাচীন জেনারেল পোস্ট অফিস ভবনটি। এই এলাকাটি সমৃদ্ধ তার প্রাচীনত্বের জন্য, বিখ্যাত এখানকার প্রাচীন সৌধগুলির জন্য। হেলো হেরিটেজ ও কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রী’র যৌথ উদ্যোগে আজ সকালে বিশ্ব হেরিটেজ দিবস উপলক্ষে এই এলাকার হেরিটেজ সম্পর্কে বর্তমান প্রজন্মকে ও সাধারণকে সচেতন করে তুলতে আয়োজন করা হয়েছিল জিপিও থেকে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রী ভবন পর্যন্ত এই পদযাত্রার। এদিনের পদযাত্রায় কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
উল্লেখ্য ঐতিহ্যবহন করে চলা মধ্য কলকাতার এই এলাকাকে হেরিটেজ জোন হিসাবে ঘোষণা করার দাবি নিয়ে এই পদযাত্রার আয়োজন বলে সংবাদে প্রকাশ। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ দেবাশীষ কুমার, হ্যাণ্ড শ্যাডোগ্রাফার অমর সেন, চিত্রনির্মাতা অভিষেক গাঙ্গুলী, কিউরেটর ও মিউজিয়লিস্ট রেশমী চ্যাটার্জী প্রমুখরা। এদিন এই উপলক্ষে সাইবার বিশেষজ্ঞা তথা লেখিকা ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়ের লেখা “ট্র্যাভেল টেলস” শীর্ষক বইটির কভার প্রকাশ করা হয়।
(নিজস্ব চিত্র)