বৈশাখী উত্‍সবে মাতলো কলকাতা

IMG-20190415-WA0082নিজস্ব সংবাদদাতাঃ বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন বছরকে স্মরণীয় করে রাখতে বৈশাখী উত্‍সবে মেতে উঠল উত্তর কলকাতার একটি বহুতল বাণিজ্যিক কেন্দ্র। ১৪ ও ১৫ এপ্রিল, ২০১৯ দুদিন এই উপলক্ষে জমজমাট ছিল বৈশাখী উত্‍সব। এই উত্‍সবের অন্যতম অঙ্গ ছিলো অনধিক ৮০ জন পুরুষ ও মহিলা নিয়ে একটি মনে রাখার মত ‘রাধুনি প্রদর্শনী’ বা প্রতিযোগিতা, যেটি এই বছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো। সেরার লড়াইয়ে সেরার সেরা শিরোপা জিতে নেন সঙ্গীতা দত্ত, এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন জয়িতা চট্টোপাধ্যায়, দ্বিতীয় রানার আপ শম্পা বসু। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন শেফ শর্মিষ্ঠা দে।

এই উত্‍সবের অপর এক প্রধান আকর্ষণীয় বিষয় ছিলো বাংলা ও মুম্বাই চলচ্চিত্র জগতের দুই প্রাণ পুরুষ উত্তমকুমার ও অমিতাভ বচ্চনের ওপর একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতা। পুরস্কারেও ছিলো বিশেষ ধামাকা, পুরস্কার হিসাবে ছিলো কুইন সাইজ বেড, ওয়ারড্রোব ইত্যাদি মিলিয়ে প্রায় ২.৫ লক্ষ টাকার পুরস্কার। উত্‍সব মুখরিত হয়ে উঠেছিল মুক্তির অপেক্ষায় বাংলা সিনেমা ‘মিশা’র কলাকুশলীদের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন চিত্রতারকা সব্যসাচী চক্রবর্তী, রাজেশ শর্মা, টোটা রায়চৌধুরি, তূলিকা, গায়ক নচিকেতা সহ বিশিষ্টরা। দুদিনের এই উত্‍সবে দেবাশীষ ব্যানার্জীর পরিচালনা ‘মৃদঙ্গ লহরী’ সকলের মন জয় করে নেয়। (ছবি-ইন্দ্রাণী সেনগুপ্তা)

ospite-advt.-web

banner advt1

11429670_863411723736037_573517661987616256_n

rerererer

gorumara

banner-advt-amitabha

jee-tunes-advt

k-advt-web

advt-vromonolife

bhuyan-package

%d bloggers like this: