নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরে কলকাতা থেকে পথ চলা শুরু করল “এনজয় ব্লু এলএলপি গ্রুপ”। দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকার পূর্ণ দাস রোডে সংস্থার প্রধান কেন্দ্র। সংস্থাটির অন্যতম প্রধান ডিরেক্টর হলেন দি ম্যান অফ এশিয়া পুরস্কারে ভূষিত ডঃ নীলাঞ্জন দাশগুপ্ত। ২০১৯ এর ১৯ ফেব্রুয়ারী ভারতের কোম্পানী আইনে নিবন্ধীভুক্ত ওনার এই গ্রুপ অফ কোম্পানী যার মধ্যে থাকছে সোলার, লজিস্টিক্স ইত্যাদি নানান বিষয়। এই গ্রুপের আর একজন ডিরেক্টর হলেন জয়িতা দাশগুপ্ত। (ছবি-নিজস্ব)