জমজমাট বৈশাখী উত্‍সব

জমিয়ে দুদিনের বৈশাখী উত্‍সব পালন করলো উত্তর কলকাতার দমদম-নাগেরবাজারের একটি বহুতল বাণিজ্যিক কেন্দ্র। ১৪ ও ১৫ এপ্রিল এই দুদিন এই উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো রাধুনি প্রতিযোগিতা ও বলিউড ও টলিউডকে নিয়ে বিশেষ করে উত্তমকুমার ও অমিতাভ বচ্চনকে কেন্দ্র করে একটি মনগ্রাহী কুইজ প্রতিযোগিতা। প্রায় ৮০ জন পুরুষ ও মহিলা প্রতিযোগীদের মধ্যে যথাক্রমে প্রথম, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হন সঙ্গীতা দত্ত, জয়িতা চট্টোপাধ্যায় ও শম্পা বসু। উত্‍সবের এই সকল প্রতিযোগিতার পুরস্কারেও ছিলো বৈচিত্র। প্রায় আড়াই লক্ষেরও বেশী অর্থমূল্যের কুইন সাইজ বেড, ওয়ারড্রোব সহ নানান জিনিসে ভরা ছিলো পুরস্কারের ডালি। পঞ্চম বর্ষের রাধুনি প্রতিযোগিতার সফলদের পুরস্কার তুলে দেন শেফ শর্মিষ্ঠা দে। আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশা’র কলাকুশলীরা যেমন সব্যসাচী চক্রবর্তী, টোটা রায়চৌধুরি, তূলিকা, রাজেশ শর্মা গায়ক নচিকেতা’র উপস্থিতি অন্য মাত্রা এনে দিয়েছিলো এই দুদিনের বৈশাখী উত্‍সবকে।



%d bloggers like this: