নিজস্ব সংবাদদাতাঃ দেশে লোকসভা ভোটের প্রথম দফার ভোট পর্ব শেষ, এর মধ্যে সুখবর এই রাজ্যের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারত তৃণমূল কংগ্রেস বাকি দফার ভোটে অতিরিক্ত বাড়তি অক্সিজেন পেয়ে গেল একথা বলাই যায়। উল্লেক্ষ্য রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকারের ‘সবুজ সাথী’ ও ‘উত্কর্ষ বাংলা’ এই দুই প্রকল্পকে সম্মান প্রদাণ রাষ্ট্রপুঞ্জ আয়োজিত এই সন্মানের মোট ১৮টি ক্যাটাগরিতে ১০৬২টি মনোনয়ন জমা পড়ে। তার মধ্যে ৪ নং ক্যাটাগরিতে জয়ী হয়েছে সবুজ সাথী ও ৭ নং ক্যাটাগরিতে জয়ী হয়েছে উৎকর্ষ বাংলা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণীত কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে।
শুধু তাই নয়, একাধিক সম্মানে সম্মানিত হয়েছে রাজ্য সরকারের সেইসব প্রকল্প। এমনকী কেন্দ্রীয় সরকারও এই রাজ্যকে একাধিক পুরস্কারে ভূষিত করেছে। রাষ্ট্রপুঞ্জের এই সন্মান লাভের খবরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান এই সন্মান প্রাপ্তিতে তিনি অত্যন্ত খুশি ও এই সন্মান রাজ্যের উন্নতিতে আরও বেশি করে অনুপ্রেরণা জোগাবে। (ছবি-সংগৃহীত)