সেরা সুন্দরী বাছাই এর অডিশন

0012নিজস্ব সংবাদদাতাঃ সুন্দরীদের মধ্যে সেরার বাছাই, তাও আবার সেই সেরা প্রতিযোগিতা যদি হয় ভারতের সবথেকে প্রধান সুন্দরী বাছাই করার প্রতিযোগিতা। তবে সেই প্রতিযোগিতাকে ঘিরে উদ্দীপনা, উন্মাদনা থাকবে না তা কি করে সম্ভব? দেশের মধ্যে এমনি এক সেরার সেরা সুন্দরী বাছাই প্রতিযোগিতা হলো এফবিবি কালারস ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা। সম্প্রতি এই মিস ইন্ডিয়া-২০১৯ এর পশ্চিমবঙ্গের অডিশন অনুষ্ঠিত হয়ে গেল মধ্য কলকাতার শেক্সপিয়ার পয়েন্টের এক বহুতল বিপনিতে। এদিনের অডিশনে ১০০ জন সুন্দরীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন যথাক্রমে নেহা ঝা, সুস্মিতা রায় ও মধুমিতা দাস।

এদিনের অডিশনে বিচগরক হিসাবে উপস্থিত প্রার্থনা সরকার, ফ্যাশন ডিজাইনার স্নেহাশীষ ভট্টাচার্য ও মডেল মহম্মদ ইকবাল। আগামী ২৩ এপ্রিল এফবিবি কালারস ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ইস্ট জোনাল প্রতিযোগিতার গোল্ডেন টিকিট লাভ করলেন এদিনের বিজয়ীরা। (নিজস্ব চিত্র)

k-advt-web

banner advt1

11429670_863411723736037_573517661987616256_n

rerererer

gorumara

%d bloggers like this: