শেষ হলো থিয়েটার শাইনের পাঁচ দিনের নাট্য উত্‍সব

drama-v3নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ হুগলি জেলার ডানকুনি পুর এলাকার সংস্কৃতি জগতে বিশেষ করে নাট্য জগতে এক উল্লেখযোগ্য নাম “থিয়েটার শাইন”। এই নাট্য দল ডানকুনি শহরের বুকে বিগত কয়েক বছর ধরে আয়োজন করে চলেছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাট্য দলের সমন্বয়ে থিয়েটার ফেস্টিভ্যাল বা নাট্য উত্‍সব। যা এই এলাকার সংস্কৃতি প্রেমী মানুষের মধ্যে রীতিমত সাড়া ফেলেছে। বিগত তিন বছরের মতো এই বছরও ডানকুনি থিয়েটার শাইন গত ২৩ মার্চ, ২০১৯ থেকে ২৭ মার্চ, ২১০৯ আয়োজন করেছিলো তাদের চতুর্থ বর্ষ থিয়েটার ফেস্টিভ্যালের স্থানীয় বিনোদিনী নাট্য মন্দির মঞ্চে। চতুর্থ বর্ষে পাঁচ দিনে মোট নয়টি নাট্যদল তাদের অভিনয় প্রতিভা সকলের সামনে তুলে ধরলেন।drama-2 উত্‍সবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন রাজ্য সঙ্গীত নাটক অ্যাকাদেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, ভাবনা থিয়েটার এর সম্পাদক অভীক ভট্টাচার্য্য, ডানকুনি পুরসভার পুর-প্রধান হাসিনা শবনম, এই পুরসভার উপ-পুরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব দেবাশীষ দত্ত, শংকর তালুকদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্‍সবের দ্বিতীয় দিনে থিয়েটার শাইন সন্মাননা প্রদান করে প্রাঞ্জল শইকিয়া ও আশীষ গোস্বামীকে। এইবছর এই উত্‍সবে অসম ও মধ্যপ্রদেশের দুটি দল অংশ নিয়েছিল। উত্‍সব কমিটির পক্ষে শুভজিত বন্দ্যোপাধ্যায় জানালেন তাদের এই নাট্য উত্‍সবে প্রতিদিন দুটি করে একাঙ্ক নাটক পরিবেশন করেন উত্‍সবে অংশ নেওয়া নাট্যদলগুলি। উত্‍সবের পরিসমাপ্তি ঘটে আন্তজার্তিক নাট্য দিবসের সন্ধ্যায়।

(নিজস্ব চিত্র)

advt-vromonolife

rerererer

11429670_863411723736037_573517661987616256_n

banner advt1

gorumara

%d bloggers like this: