শ্রীরামপুরে প্রচার শুরু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

54523386_2304450883166574_6506051038762500096_oসঞ্জয় মুখোপাধ্যায়, হুগলিঃ আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের হেভিওয়েট প্রার্থী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই বারের সাংসদ আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী তৃতীয় বারের জন্য তার লোকসভায় যাওয়া নিয়ে। দাপুটে এই তৃণমূল সাংসদ এবারের লোকসভা নির্বাচনে তাঁর বিরোধী প্রার্থীদের জন্য আলাদা করে কোন রণনীতি তৈরিই করছেন না। তিনি বিশ্বাসী এই লোকসভায় তিনি এক নম্বর ছিলেন আর এই নির্বাচনেও তিনিই এক নম্বর থাকবেন, তাঁর কথায় বাকিরা লড়ছেন দ্বিতীয়, তৃতীয় স্থানের জন্য। তবে কল্যাণ বাবু প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু করে দিয়েছেন তাঁর প্রচারের কর্মসূচী। উল্লেখযোগ্য, দোলের দিন সকাল থেকেই কল্যাণ বাবু তাঁর লোকসভা কেন্দ্রের এলাকায় সাধারণের সঙ্গে মিশে দোল খেলার মাধ্যমে জণসংযোগের কাজটি সুনিপুন ভাবে শুরু করে দিয়েছিলেন।

দোলের পর দিন সকাল থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্ডীতলার চন্ডী মন্দিরে নিজেই চন্ডীপাঠ করে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে বরিজহাটী, গরলগাছা ও কালিপুর অঞ্চলে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন । এছাড়াও এদিন বিকালে তিনি ডানকুনি পুরসভার অন্তর্গত রামকৃষ্ণ বাটি থেকে রবীন্দ্রনগর পর্যন্ত এক প্রচার পদযাত্রায় অংশ নেন।

এদিনের পদযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন হুগলি জেলা পূর্ত-কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, কল্যাণ বাবুর নির্বাচনী এজেন্ট দিলীপ যাদব, প্রয়াত তৃণমূল সাংসদ আকবর আলী খন্দকরের স্ত্রী বিধায়ক স্বাতী খন্দকার, ডানকুনি পুরসভার উপ-পুরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় প্রমুখ। দুই জয়গাতেই কল্যাণ বাবুর এই পদযাত্রায় সামিল হয়েছিলেন প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ।

(নিজস্ব চিত্র ও ফেসবুক সৌজন্য)

বিজ্ঞাপণ

banner advt1

11429670_863411723736037_573517661987616256_n

rerererer

jee-tunes-advt

gorumara

bidyasagor-flex

%d bloggers like this: