“মুসলমানের দূর্গাপুজো” পেলো লালন পুরস্কার

IMG-20190322-WA0029নিজস্ব সংবাদদাতা, বোলপুরঃ গত ২২ মার্চ, ২০১৯, বোলপুরের প্রকৃতির মাঝে সোনাঝুরি’র পূর্ণিমা নাট্যগ্রামে সেজুঁতি ও কৃষ্টি সংস্থা সন্মান জানালো সাহিত্যের তিন ব্যক্তিত্বদের। উল্লেখ্য এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে লেখা “মুসলমানের দূর্গাপুজো” শীর্ষক বই এর জন্য লালন পুরস্কার লাভ করলেন লেখক ও সাংবাদিক চন্দ্রশেখর ভট্টাচার্য। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষে সুভাষ মুখোপাধ্যায় পুরস্কার পেলেন “অতলে আগুন স্থির” বইয়ের জন্য কবি বৈজয়ন্ত রাহা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশিষ্ট নাট্য নির্দেশক ও গবেষক আরিফ হায়দরের হাতে এদিন শম্ভু মিত্র পুরস্কার  তুলে দিলেন অনুষ্ঠানের আয়োজক সংস্থা। এদিনের অনুষ্ঠানে সভাপতি ছিলেন সৈয়দ হাশমত জালাল।

(নিজস্ব চিত্র)

বিজ্ঞাপণ   

banner advt1

11429670_863411723736037_573517661987616256_n

banner-advt-amitabha

gorumara

advt-vromonolife

rerererer

%d bloggers like this: