সংবাদদাতা, হুগলিঃ আগামী রবিবার ২৪ মার্চ সন্ধ্যায় হুগলি জেলার বৈদ্যবাটির কামারপাড়ায় এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে আসছেন ওপার বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী শামসুল হুদা সঙ্গীত শিল্পী ব্রততী মজুমদারের বাসগৃহে নাচ, গান, কবিতা আর আলোচনার জমজমাট এক ঘরোয়া আড্ডার বাসন্তিক আসরে। সকল সংস্কৃতি প্রেমী মানুষদের উদ্যোক্তারা জানায় এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রন। (নিজস্ব চিত্র)