আবিরে রাঙিয়ে জনসংযোগে তৃণমূল

IMG-20190321-WA0019সঞ্জয় মুখোপাধ্যায়, হুগলিঃ দোলের সকালে সকলকে আবিরে রাঙিয়ে জনসংযোগের মধ্যমে আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বপক্ষে প্রচার সারলেন হুগলি জেলার ডানকুনি পৌরসভার উপ-পৌরপ্রধান তথা যুব তৃণমূল নেতা দেবাশীষ মুখার্জী। দোল উত্‍সবকে কেন্দ্র করে এদিন দেবাশীষ মুখার্জীর নেতৃত্বে একটি মনোরম শোভাযাত্রা শহর পরিক্রমা করে।

(নিজস্ব চিত্র)

gorumara  jee-tunes-advt

bhuyan-package

jaldapara

advt-vromonolife

%d