পঞ্চকবির গানে বসন্ত বন্দনা

IMG-20190318-WA0005নিজস্ব সংবাদদাতাঃ বছরটা সঙ্গীতগুরু সলিলচন্দ্র ঘোষের শতবর্ষের। আর ঠিক এই কারণেই সারা বছর ধরে ভারতের নানা প্রান্তে এবং পশ্চিমবঙ্গের নানা স্থানে সঙ্গীতগুরু সলিলচন্দ্র ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন কমিটি আয়োজন করে চলেছেন মহান এই মানুষটিকে স্মরণ করে নানা মনোজ্ঞ অনুষ্ঠান। ঠিক এমনি এক মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দিলো এই কমিটি গত ১৭ মার্চ, ২০১৯ সঙ্গীতগুরুর বাসভবনের সংলগ্ন সুরেন্দ্র ভবনে, সুদীপা মজুমদারের আন্তরিক উদ্যোগে। আসলে হুগলি জেলার অন্যতম প্রধান রাজপরিবার ছিলো অতীতের সাড়াফুলি যা বর্তমানের গঞ্জ শহর শেওড়াফুলি’র রাজ পরিবারের বড়তরফের অন্যতম এক বিরল সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন এই সলিলচন্দ্র। এদিনের অনুষ্ঠান ছিল সঙ্গীতগুরু সলিলচন্দ্র ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন কমিটি পঞ্চম পর্বের অনুষ্ঠান। IMG-20190318-WA0004বাসন্তিক সন্ধ্যার এই অনুষ্ঠানের সূচনা হয় রবিচ্ছায়া’র বসন্ত বন্দনা এবং স্থানীয় বিশিষ্ট সংগীতজ্ঞ কানু চৌধুরির হাত দিয়ে মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।এদিনের সন্ধ্যার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল পঞ্চকবির গানে বসন্তবন্দনা। (নিজস্ব চিত্র)    bidyasagor-flex

advt-vromonolife

 

%d