গুড়গুড়িপালে সরকারি বাসের গাছে ধাক্কা

busঅভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরঃ সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো সরকারি বাস, ঘটনায় আহত কুড়ি জন যাত্রী মেদিনীপুর মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাটি সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত লোহাটিকরির কাছে ঘটে। জানা গিয়েছে ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর এর দিকে আসছিল একটি সরকারি বাস। লোহাটিকরির কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। সে সময় বাসে অন্ততপক্ষে ৪০ জন যাত্রী ছিল এদের মধ্যে আহত হয় কুড়িজন। আহতরা মেদিনীপুর মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাস্থলে রয়েছে গুড়গুড়িপাল থানার পুলিশ। কিভাবে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে। (ছবি-অভিষেক চক্রবর্তী)

%d bloggers like this: