রাজ্যে প্রচারে এগিয়ে তৃণমূল কংগ্রেস

1111সঞ্জয় মুখোপাধ্যায়ঃ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সবদিক দিয়েই প্রথম রাউন্ডে অনেকটাই এগিয়ে রয়েছে রাজ্যের অন্য বিরোধী দলগুলির থেকে। রাজ্যের অন্য বিরোধী দলগুলি এখনো ঠিক-থাক তাদের প্রার্থী তালিকাই জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ। আর এই সুযোগে তৃণমূল কংগ্রেস রাজ্যের ৪২টি লোকসভা আসনের প্রার্থীদের সমর্থনে নানা জায়গায় শুরু করে দিয়েছে তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মীসভার মধ্য দিয়ে। সম্প্রতি হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে শুরু হয়েছে তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে কর্মীসভা। এমনই এক ছবি ধরা পড়ল হুগলি জেলার ডানকুনি পুর এলাকার সুভাষপল্লীতে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জেলার অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা তথা ডানকুনি পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখার্জী সহ জেলার বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।

(নিজস্ব চিত্র)

%d bloggers like this: