সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতাঃ লোকসভা ভোট যুদ্ধ শুরু হয়ে যাবার সঙ্গে সঙ্গে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ব্যস্ত এখন সবকটি রাজনৈতিক দল। এই রাজ্যের একটি বিরোধী দল লোকসভা ভোটের প্রাক্কালে যখন দল ভাঙ্গানোর খেলায় মত্ত, সেই সময়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তাদের লোকসভার প্রার্থীদের প্রচারে অনেকটাই এগিয়ে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় এই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করানোর আবেদন নিয়ে দেওয়াল লিখনে ব্যস্ত উত্তর কলকাতার তৃণমূল কর্মীরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে দেওয়াল লিখতে দেখা গেল কলকাতা কর্পোরেশণের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদার এবং রাজ্যের মন্ত্রী ডাঃ নির্মল মাঝিকে।
(ছবি-নিজস্ব)