অভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরঃ আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপিকে ১০ টি আসন ওয়াকওভার দিচ্ছে তৃণমূল, মেদিনীপুরে এক কর্মীসভায় এসে মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর। তার দাবি যে প্রার্থী তালিকা তৃণমূল ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকায় অন্তত ১০টি আসনে ঠুঁটো জগন্নাথ কে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকায় রুপোলি পর্দার শিল্পীদের ভোটে প্রার্থী হওয়ায় কটাক্ষ করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ‘রুপোলি পর্দার নায়িকাদের প্রার্থী করেছেন; কিন্তু আপনার নজর নেই ১৮ দিন ধরে রাস্তায় বসে থাকা মহিলাদের দিকে। টলিউড এর কাজ ছেড়ে শিল্পীদের নিয়ে যাচ্ছেন দলীয় কর্মসূচিতে’। তার আরও দাবি মোদি আর দিদির আঁতাত এরাজ্যে স্পষ্ট। ২০১৪ সালের লোকসভার হিসাবে খড়গপুর আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস, অথচ ২০১৬’র বিধানসভা নির্বাচনে খড়গপুর আসনে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন। অন্যদিকে ভবানীপুর বিধানসভা আসনে ২০১৪’র লোকসভার নিরিখে বিজেপি’র এগিয়ে থাকা আসনে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচিত হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। (ছবি-অভিষেক চক্রবর্তী)