মেদিনীপুরের রাস্তায় জেলার পুলিশ সুপার

mednipur-2222অভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ হেলমেট বিহীন বাইক চালক ধরতে শহরের রাস্তায় জেলার পুলিশ সুপার। নির্বাচনের নিঃঘন্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই জেলার বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। তারই মাঝে আজ মেদিনীপুর শহরের পঞ্চুর চকে হেলমেট বিহীন বাইক চালকদের ধরতে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার অলোক রাজরিয়া। পুলিশ সুপার বলেন, হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করতে রাস্তায় নেমে এই বিশেষ অভিযান। (ছবি-অভিষেক চক্রবর্তী)

%d bloggers like this: